Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চান্দাই ইউনিয়নের ইতিহাস

 

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার শেষের ভাগে চান্দাই ইউনিয়ন, দক্ষিন প্রান্তে গোপালপুর ইউনিয়ন,মাঝখানে চান্দাই ইউনিয়ন, উত্তর প্রান্তে জোনাইল ইউনিয়ন, এবং পৃর্ব  প্রান্তে মুলডৃলি ইউনিয়ন যাহা পাবনা জেলার মধ্যে, আমাদের ইউনিয়নের মোট জনসংখা ৩৫,৫১৮জন প্রায়, ইউনিয়নের দক্ষিন প্রান্ত দিয়া রোড। ইউনিয়নের উত্তর পাশদিয়ে বোয়ে গিয়াছে চিকনাই নদী এখানে প্রচুর মাছ ধরে জেলেরা অনেক মানুষের জীবন নির্বাহ করে এই নদী থেকে তাই এ দেশকে বলা হয় নদী মাতৃক ইউনিয়ন হিসাবে পরিচিত। উত্তর এলাকার পানি নিস্কাশন কল্পে চিনিডাঙ্গা বিল হইতে মরা বড়াল নদী হইয়া একটি নতুন খাল(প্রায় ৫কিঃ মিঃ) খনন করিয়া খলিশাডাঙ্গা এবং চিকনাই নদীর সঙ্গে সংযোগ করা হইয়াছে যাহা কাটা গাঙ্গ হিসাবে পরিচিত। সাতইল এবং চিনিডাঙ্গা বিলের অংশবিশেষ চান্দাই ইউনিয়নে অবস্থিত। ঘোরা মরা  নামক একটি বিশাল দিঘী আছে। (প্রায় ২৫ একর সরকারী খাস সম্পতি) উক্ত স্থানে মৎস্য অভয়ারণ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি প্রকল্পের কাজ চলিতেছে। ইউনিয়নে নদী খাল বিল পুকুরে বর্ষার শেষ সময় প্রচুর মৎস্য পাওয়া যায়, প্রায় ২০০শত মৎস্যজীবি পরিবার উক্ত মৎস্য আহরণ করিয়া  এলাকার চাহিদা পুরণ শেষে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করিয়া জিবিকা নির্বাহ করিয়া থাকে। মরা নদী খাল বিল সহ অনেক সরকারী জলাশয় পড়ে আছে। উদ্দ্যোগ গ্রহন করিলে মৎস্য চাষে বৈপ্লবিক পরিবর্তন ঘটতে পারে।