নামজারীর নিয়মাবলী:
২। দাপ্তরিক কাজের সুবিধার্থে প্রতি কর্মদিবসে সকাল ৯-০০ ঘটিকা হতে দুপুর ১-০০ ঘটিকা পযর্ন্ত আবেদন পত্র জমা নেওয়া হয়।
৩। আবেদনপত্রের সাথে জমির রেজিস্ট্রেশন দলিল, প্রয়োজনে রেফারেন্স দলিল, সবর্শেষ জরীপের খতিয়ান কপি, ওয়ারিশনা সার্টিফিকেট, সবর্শেষ ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদের ফটোকপি,আবেদনকারীর প্রত্যেকের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন।
৪। শুনানীর দিন মূল দলিলপত্রসহ সকাল ১১-০০ ঘটিকার সময় সহকারী কমিশনার(ভূমি) এর কাযার্লয়ে হাজির হোন।
৫। শুনানীর দিন মূল দলিলপত্রসহ হাজির হতে ব্যর্থ হলে আপনার আবেদন না মন্জুর হবে।
৬। নামজারী/খারিজ অনুমোদিত হলে আপনি অবশ্যই নির্ধারিত ফি জমা দিয়ে DCR ও প্রস্তাবিত খতিয়ান সংগ্রহ করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস