) অস্বচছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান কার্যক্রমঃবরাদ্দ প্রাপ্তি সাপেক্ষ্যে অনাধিক ১ (এক) মাসের মধ্যে ব্যাপক প্রচারের মাধ্যেম প্রতিবন্ধী ব্যক্তিদের নিকট থেকে দরখাস্ত আহ্বায়ন করা হয়। আবেদনপত্র সমূহ সংশ্লিষ্ট ইউ,পি চেয়ারম্যান/ওয়ার্ড সদস্য/সদস্যাদের সুপারিশসহ সমাজসেবা অফিসার বরাবর দাখিল করবেন। সমাজসেবা অফিসার উপজেলা/পৌরসভা অস্বচছল প্রতিবন্ধী ভাতা বিতরণ কমিটির অনুমোদন ক্রমে প্রত্যেক প্রতিবন্ধী ভাতাভোগীর নামে তপসীলভূক্ত ব্যাংকে ১০ টাকা সঞ্চয়ী হিসাব খোলার মাধ্যমে উক্ত প্রতিবন্ধী ভাতাভোগীর ব্যাংক হিসাবে প্রতিবন্ধী ভাতা প্রদান করবেন।মৃত্যুজনিত/অন্য কোন কারণে উক্ত প্রক্রিয়ায় মৃত্যূজনিত প্রতিবন্ধী ভাতাভোগীর পরির্বতে দ্রুত প্রতিস্থাপন এর জন্য একটা অপেক্ষামান তালিকা প্রস্তুত করবেন।এ সকল প্রক্রিয়া বরাদ্দ প্রাপ্তির অনুদ্র্ধ ১ (এক) মাসের মধ্যে সম্পন্ন হয়।
ঙ) প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান কার্যক্রমঃশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের ঊর্দ্ধে প্রতিবন্ধী ছাত্র ছাত্রী যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকার নিচে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সবোর্চ্চ ৩ (তিন) মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহনকারী নির্বাচনসহ উপবৃত্তি বিতরণ এবং নিয়মিত ভাবে শিক্ষাকালীন সময়ে।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪ (চার) টি স্তরে বিভক্ত করে নিম্নরুপ হারে উপবৃত্তির প্রদান করা হয়-
১। প্রাথমিক স্তর (১ম-৫ম শ্রেনী): জনপ্রতি মাসিক ৩০০ (তিনশত) টাকা।
২। মাধ্যমিক স্তর(৬ষ্ঠ-১০ম শ্রেনী): জনপ্রতি মাসিক ৪৫০ (চারশত পঞ্চাশ) টাকা।
৩। উচ্চ মাধ্যমিক স্তর (একাদশ ও দ্বাদশ শ্রেনী): জনপ্রতি মাসিক ৬০০ (ছয়শত) টাকা ।
৪। উচ্চতর স্তর (স্নাতক ও স্নাতকোত্তর): জনপ্রতি মাসিক ১০০০ (এক হাজার)
টাকা।
চ) প্রতিবন্ধীতা সনদপ্রত্র প্রদান কার্যক্রমঃপ্রতিবন্ধী সনদপত্র পেতে সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় হতে আবেদন ফরম সংগ্রহ করে পূরনপূর্বক আবেদন পত্রের সাথে নিম্নে বর্ণিত তথ্যাদি/কাগজ পত্রাদিসহ জেলা সমাজসেবা কার্যালয়, নটোরেদাখিল করতে হবে।
১) সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার প্রদত্ত্ব প্রতিবন্ধীতা সনাক্তকরণ সনদপত্র ।
২) জন্ম নিবন্ধন/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি।
৩) ছবি ৩ (তিন) কপি ।
৪) স্থানীয় চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস